কি কব রাইয়ের গুণের কথা।
সব গুণে তারে গড়িল ধাতা।।
এ রাস বিলাস করিল যত।
এক মুখে তাহা কহিব কত।।
কিবা মুখে তাহা কহিব কত।।
কিবা সে মধুর নটনগান।
অমিয়া অধিক করিলুঁ পান।।
সে সব কহিতে হিয়া না বান্ধে।
দরশন লাগি পরাণ কান্দে।।
শুনহে পরাণ বল্লভ সখা।
সে ধনী পুন কি পাইব দেখা।।
নয়ন বাণে সে হানল যবে।
বিভোর হইয়া রহিলুঁ তবে।।
চুম্বন করল যখন ধনী।
অথির তবহুঁ কছু না জানি।।
দৃঢ় আলিঙ্গনে হরল জ্ঞান।
বিপরীত কবিরঞ্জন ভাণ।।