কি কহব রে সখি রজনীক বাত।
শুতিয়া আছনু হাম গুরুজন সাথ।।
আধ রজনী যব ঊয়ল চন্দা।
সুমলয় পবন বহয়ে অতি মন্দা।।
গৌরক প্রেম ভরল মঝু দেহা।
আকুল জীবন না বান্ধই থেহা।।
গৌর গৌর করি উঠলুঁ রোই।
জাগল গুরুজন পুছে সব কোই।।
গৌর নাম সব শুনল কানে।
গুরুজন তবহি করল চিত আানে।।
চৌর চৌর করি উঠায়লুঁ ভাষ।
বাসুদেব ঘোষ কহে ঐছে বিলাস।।