কি কহব রে সখি আজুকরঙ্গ।
সহজে পড়ল হাম গোয়ারক সঙ্গ।।
অবুঝ না বুঝ ভালকে কহে মন্দ।
পোঁআ পিবই কাঁহা কুসুম মকরন্দ।।
অন্ধারক বরণ কভু নহে আন।
বানর মুখে কভু না সোভই পান।।
তাকর সঙ্গে কাহাঁ পিরিতি রসাল।
বানর গলে কাঁহা পিরিতি রসাল।
বানর গলে কাঁহা মোতিম মাল।।
জাতি সুললিত পরকিত হিন।
অধমক পিরিতি রহই কতদিন।।
অধক পিরিতি না করিয়ে মান।
সুজনক পিরিতি কাঞ্চন সমান।।
ভনয়ে বিদ্যাপতি ইহ রস জান।
সিবসিংহ নরপতি লছিমা পরমান।।