কি কাজ করিনু আপনা খাইয়া
চাহিল শ্যামের পানে।
এ ঘরে বসতি নহিল নহিল
এমতি হইল কেনে।।
যেমন বাউল হরিণী তরাসে
খাইলে ব্যাধের বাণ।
তেমত করিল অবলার প্রাণ
ইহাতে নাহিক আন।।
পরের পরাণ হরিতে নাগর
পাতয়ে কতেক ফান্দ।
কোন্‌ কুলবতী পীরিতি করিয়া
এ চিত্তে ধৈরজ বান্ধ।।