কি পুছসি রে সখি কানুক নেহ।
একজিউ বিহি সে গঢ়ল ভিন দেহ।।
কহিল যে কাহিনি পুছে কত বেরি।
না জানি কি পায়ই মঝু মুখ হেরি।।
বিনি মঝু দরশ পরশে নাহি জীব।
মো বিনু পিয়াসে পানি নাহি পীব।।
উর বিনু শেজ পরশ নাহি পাই।
চীবহি বিনু তাম্বূল নাহি খাই।।
ঘুমক আলসে যদি পালটিয়ে পাশ।
মান ভয়ে মাধব উঠয়ে তরাস।।
আন সঙ্গে কাহিনী না সহে পরাণ।
আন সম্ভাষণে হরয়ে গেয়ান।
কহে কবিরঞ্জন শুন বরনারি।
তোহারি পরশরসে লুবধ মুরারি।।