কি পেখলুঁ যমুনার তীরে।
কালিয়া-বরণ এক মানুষ-আকার গো
বিকাইলুঁ তার আঁখি-ঠারে।।
নিতি নিতি আসি যাই এমন কভু দেখি নাই
কি খেনে বাড়াইলাম পা ঘরে।
গুরুয়া গরব কুল নাশাইতে কুলবতী
কলঙ্ক আগে আগে ফিরে।।
কামের কামান জিনি ভুরুর ভঙ্গিমা গো
হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি।
কালিয়া নয়ান বাণ মরমে হানিল গো
কালাময় আমি সব দেখি।।
চিকণ কালার রূপে আকুল করিল গো
ধরণে না যায় মোর হিয়া।
কত চাঁদ নিঙ্গাড়িয়া মুখানি মজিল গো
যদু কহে কত সুধা দিয়া।।