কি বলিতে জানু মুঞি কি বলিতে পারি।
একে গুণহীনা আর পরবশ নারী।।ধ্রু।।
তোমার লাগিয়া মোর যত গুরুজন।
সকল হইল বৈরি কেহ নয় আপন।।
বাঘের মাঝেতে যেন হরিণীর বাস।
তার মাঝে দীঘল ছাড়িতে নারি শ্বাস।।
উদয় আদিত্যে কহে মনে ভয় উঠে।
তোমার পিরীতিখানি তিলে পাছে টুটে।।