কি বলিব আর বন্ধু কি বলিব আর।
নয়ানের লাজে না ছাড়ি লোকাচার।।
গোকুলে গোয়ালাকুলে কেবা কিনা বোলে।
তমু মোর ঝুরে প্রাণ তোমা না দেখিলে।।
মরি মনোদুখে আরে গুরুর গঞ্জনা।
ডাকিয়া শোধায় হেন নাহি কোন জনা।।
ডরে ডরাইয়া সে বঞ্চিব কত কাল।
তুয়া প্রেম-রতন গাঁথিব কষ্ঠমাল।।
নিশি দিশি অবিরত পোড়ে মোর হিয়া।
বিরলে বসিয়া কান্দি তোমা সোঙরিয়া।।
তোমা দেখিবারে বন্ধু আসি নানা ছলে।
লোকভয় লাগিয়া সে ডরে প্রাণ হালে।।
না দেখিলে মরি যাবে তারে কিবা ভয়।
যদুনাথ দাসে বলে দড়াইলে হয়।।