কি যে শুনি সুধাময় মূরলীর রব।
না সম্বরে অম্বর ধায় গোপী সব।।
করে তুলি পরে কেহ পদ আভরণ।
কেহ পরে নিজ আধ নয়নে অঞ্জন।।
সদন ছাড়িয়া সভে কাননেতে ধায়।
পরপানে শিশু ছাড়ি কোন গোপী যায়।।
এক গোপীরে পতি ধরিয়া রাখিল।
শ্যামঅনুরাগে সেহ তনু তেয়াগিল।।
সকল গোপীর আগে পাইল সেই রামা।
গোবিন্দদাসিয়া কহে কি দিব উপমা।।