কি লাগি এতেক বিলম্ব হইল
আসিতে সঙ্কেত-ঘরে।
সে বহু-বল্লভ তাহা সোঙরিতে
পরাণ কেমন করে।।
কিয়ে কংস-চর বরজে আইল
কি বুঝি তাহার সনে।
সমর আরম্ভ করিল মাধব
নহে না আইলা কেনে।।
কিয়ে কোন নারী দিঠি ভঙ্গী করি
ভুলাঞা লইয়া গেল।
নহিলে বা কেনে সঙ্কেত-ভবনে
মুর-হর না আইল।।
শশাঙ্ক উয়ল কুমুদ ফুটল
ভ্রমর আইল ধাঞা।
চন্দ্রশেখর কহে কেনে না আইল
ভুলল কি রস পাঞা।।