কি হেরিলুঁ নাগর নবিন কিশোর।
শারদ শশধর বয়ন মনোহর
রঙ্গিণি নয়নহি লুবধ চকোর।।
নীলেন্দীবর সুন্দর লোচন
অঞ্জন অরুণ তরুণি চিতচোর।
মাণিক অধরে মনোহর বংশী
রসতরঙ্গে চিত মোহিত মোর।।
অমিয়া বচন শ্রবণ অনুরঞ্জন
গুঞ্জন নীরদ ভাষ।
এক আর অনুপম জগমন মোহন
হাসি যেন বিজুরি প্রকাশ।।
নাসা তিলফুল রঙ্গিম মুকুতা
ঝলকত কুণ্ডল গণ্ডহি লোল।
চাঁচর কেশ- পাশ নব মালতী
তঁহিপর শিখিবর চাঁদ উজোর।।
কুঙ্কুম বিরচিত তিলক বিরাজিত
রাজিত জনু দ্বিজ রাজকি রাজ।
ও তনু আভরণ তড়িদিব নব ঘন
উর পরি বনি বনমাল বিরাজ।।
লীলা লাবণি অবনি ভরল রূপ
নখমণি দরপণি তিমির বিনাশে।
রায় বসন্ত মন সেবই অনুখণ
ঐছন চরণ কমলমধু আশে।।