কীর্ত্তনলম্পট ঘন ঘন নাট।
চলইতে আঁখি জলে না হেরই বাট।।
সুন্দর গৌরকিশোর।
পূরুব পীরিতি রসে ভৈগেল ভোর।।
বলিতে না পারে মুখে অধিকাই বাণী।
চলিতে চলিতে ঢলি পড়য়ে অবনী।।
অরুণ চরণতল না বাঁধয়ে থেহ।
কিবা জল কিবা থল কিবা বন গেহ।।
জপে হরি হরি নাম আলাপে আভীরী।
সুমাধুরী করযুগে কিবা ভঙ্গী করি।।
কি লাগিয়া কিবা করে কেবা জানে ওর।
পতিত দুর্গত দেখি ধরি দেয় কোর।।
অজভব আদিদেব পদে করে নতি।
যদু কহে কৃপা বিনেড কে জানিবে মতি।।