কুচজুগ চারু ধরাধর জানি।
হৃদি পৈঠল জনি পহুঁ দিল পানি।।
ঘামবিন্দু মুখে হেরএ নাহ।
চুম্বএ হরসে সরস অবগাহ।।
বুঝই না পারিয়ে পিয়ামুখভাস।
বদন নিহারিতে উপজএ হাস।।
আপন-ভাব মোহে অনুভাবি।
না বুঝিয়ে ঐসনে কিএ সুখ পাবি।।
তাকর বচনে কয়লুঁ সব কাজ।
কি কহব সো সব কহইতে লাজ।।
এ বিপরীত বিদ্যাপতি ভান।
নাগরী রমইত ভয় নাহি মান।।