কুসুমশেজ পর কিশোরি কিশোর।
ঘুমল দুহুঁজন হিয়ে হিয়ে জোড়।।
অধরে অধর ধরি ভুজে ভুজে বন্ধ।
ঊরু ঊরু চরণ চরণ এক ছন্দ।।
কুন্দন কনক জড়িত নিলমণি।
নব মেঘে জড়ায়ল যেন সৌদামিনি।।
চাঁদে চাঁদে কমলে কমলে একমেলি।
চকোরে ভ্রমরে এক ঠাঞি করে কেলি।।
শিখিকোরে ভুজঙ্গিনি নাহি দুখ শোক।
যমুনার জলে কিয়ে ডূবল কোক।।
অরূণে তিমিরে এক কোই না ভাগ।
কাম কামিনি এক কাম নাহি জাগ।।
কলহ কয়ল বহু রসনা রসনা।
বিহি মিলায়ল দুহুঁ হইল মগনা।।
সূর হেরি কুমুদ মুদিত নাহি ভেল।
জ্ঞানদাস কহে অদভুত কেল।।