কুসুমিত কাননে কাতর কান।
কামিনি লাগি কত করু অনুমান।।
কি করব কহ মোর সুবল সাঙ্গাতি।
কলাবতি কাহে অবধি করু আতি।।
দারুণ গুরুজন কিয়ে করু রাধা।
কিয়ে লাগি মানিনি ভৈ গেল রাধা।।
তপনক তাপে কিয়ে চলই না পার।
গুরুয়া নিতম্ব পীন কুচযুগ ভার।।
স্বজন সহিতে কিয়ে বাড়ল নেহ।
ইথে কিয়ে ধনি নাহি তেজল গেহ।।
বিপদ সম্পদ কিয়ে বুঝই না পারি।
কৈছনে বঞ্চয়ে সো সুকুমারি।।
বোধি সুবল কহে শুন গুণবন্ত।
শেখর সহ ধনি মিলব নিতান্ত।।