কেনে গেলাম জল ভরিবারে।
যাইতে যমুনার ঘাটে সেখানে ভুলিলুঁ বাটে
তিমিরে গরাসিল মোরে।।ধ্রু।।
রসে তনু ঢর ঢর তাহে নব কৈশোর
আর তাহে নটবর বেশ।
চূড়ায় টালনি বামে মউর চন্দ্রিকা ঠামে
ললিত লাবণ্য রূপশেষ।।
ললাটে চন্দনপাঁতি নবগোরোচনা কাঁতি
তার মাঝে পূণিমক চাঁদ।
অলকাবলিত মুখ ত্রিভঙ্গভঙ্গিমা রূপ
কামিনী জনের মনফান্দ।।
লোকে তারে কাল কয় সহজে সে কাল নয়
নিন্দে ইন্দ্রনীলমণি কাঁতি।
চাহনি চঞ্চল বাঁকা কদম্ব গাছেতে ঠেকা
ভুবনমোহন রূপভাতি।।
সঙ্গে ননদিনী ছিল সে সকল দেখি গেল
অঙ্গ কাঁপে থরহরি ডরে।
জ্ঞানদাসেতে কয় তারে তোমারে কিবা ভয়
সে কি সতী বোলাইতে পারে।।