কেনে বা পোহাল্য নিশি দিশি কেনে আইল।
ভাবিয়া মরিব কত বিপরীত হইল।।
সখি হে কি কহব কহ।
প্রবোধ না মানে চিত করে দহ দহ।।
গুরু গরবিত কত কহে কুবচন।
না করে আঁখির আড় নিজ পতি জন।।
বিহানে যাইব বন্ধু আসিব যামিনী।
কত না চাহিব পথ কুলের কামিনী।।
বিদ্যাপতি কহে এই লয় মোর মনে।
করহ যুগতি বন্ধু না যাও গহনে ।।