কেহ কেহ গোপী যমুনার নীর
তুলল পঙ্কজ ফুল।
কোন গোপী তুলে নানা সে কুসুম
সুষম মৃণাল ফুল।।
কোন গোপী তুলে চাঁপা নাগেশ্বর
মল্লিকা মাধবী লতা।
কানড়া কুসুম ধাতকী সুষম
তুলল ঝামরু পাতা।।
কুন্দ করবী আমলি সুন্দর
চম্পক কেতকী বেলি।
কিবা মনোহর তুলল গোলাপ
তাহে সুন্দর চামেলী।।
নানা জাতি ফুল তুলল সুন্দর
নাগরী গোপের রামা।
কেহ করে ভালি গাঁথে বনমালা
নিকুঞ্জ সহরে জানা।।
নিকুঞ্জ-বেদিকা বেড়িয়া রোপল
সুন্দর কদলী-দল।
সুবর্ণের ঘট বারি সে পূরল
আমশাখা তার পর।।
কোন ব্রজনারী এ তৈল হলুদি
বিবিধ সৌরভ করি।
নানা গন্ধ আদি আছিল সে বিধি
বঁসাইল আসন পরি।।
সহস্র ধারা করি তাহা বারি ঢারি
স্নান করাইল গৌরী।
নানা বেদধ্বনি করিয়া গোপিনী
সবাই মগন কেলি।।
জয় জয় ধ্বনি যতেক গোপিনী
দেওলি নিকুঞ্জমাঝে।
বিনোদ নাগর অভিষেক করে
শঙ্খ ঘণ্টা যোড়া বাজে।।
স্নান সমাধিয়া রাধায়ে লইয়া
করত বেশের শোভা।
বিনোদ পাগুড়ি বিনোদ বন্ধান
বান্ধল আনন্দ লোভা।।
তাহে আরোপিত মাণিকের ঝুরি
দেওল পাগুড়ি পাছে।
তনু আচ্ছাদন নীল তনুত্রাণ
অতি সে রঙ্গিম কাছে।।
তাহে সে বান্ধল নেতের পটুকা
বেড়ল ভালই তাথে।
চণ্ডীদাস অতি দেখিয়া মূরতি
যৈছন চাঁদের মতে।।