কেহ বলে ভাল মোরা যাব চল
মথুরা নগর পুনু।
কিবা কুলভয়ে হেন মনে লয়ে
ধরিয়া রাখিব কানু।।
যাহার লাগিয়া কত পরমাদ
হল সে লোকের হাসি।
কেহ গোপনারী বসনেতে ধরি
কাড়িয়া লইব বাঁশী।।
প্রেম বাড়াইয়া নিদান করিয়া
মথুরা সাজল এবে।
এত কিবা সহে অবলা পরাণে
কেমন তাহার ভাবে।।
কুল-শীল পণা ঘুচাইব এবে
শুন গো মরম-সখি।
বাঁচিতে সংশয় এবে সে হইল
বড় পরমাদ দেখি।।
কেহ বলে আর রাখিতে নারল
এ হেন পরাণ-পতি।
এখন কি কর এ দেহ রাখহ
শুনহ আমার রীতি।।
যমুনার জলে এখুনি মরিব
কি কাজে পরাণ রাখ।
হয় নয় আসি দেখগে রহসি
তিলেক দাঁড়ায়ে দেখ।।
চণ্ডীদাস বলে ভাবিতে গুণিতে
এখনি মরণ হবে।
সবার মরণ দেখ নবঘন
তবে সে মথুরা যাবে।।