কৈযাম কৈযাম মুঞিরে ননদীর আগুনে। রাত্রিদিবা কানাকানি নাসহে পরাণে।।
শাশুড়ী ননদী জাল সতিনী মোহিনী। একঘরে চারিজন মুঞি সে অভাগিনী।।
সোয়ামী রসিয়ানাগর মুঞি সে অভাগিনী। ননদীর বাক্য ধরে তত্ত্ব নাহি জানি।।
সোয়ামী পদে সেবা দিতে রহে না চিত। এত দুঃখ দেখি আঁখি ভাঙ্গি পরে নিত।।
মোহাম্মদ হাসিমে কহে শুন রে বউয়ারি। কালকেতু হইল বৈরী ননদী তোমারি।।