কোথা গেলে কালা চান্দের দেখা পাইব । না দেখিলে দিব চরণে প্রাণে মরিব।।
ওরে আমি কুল-কামিনী। কালা চান্দের ভাবে হৈলাম তাপের তাপিনী।।
অবিরত দহে তনু মদন ভাবে আমি নারী ছিলাম অবলা,
মোরে অপরাধিনী করি গেল চিকন কালা।
আরে যোগিনীর বেশে আমি নগর ভ্রমিব।।
বুঝি সে বর নাগর, কুবুজার প্রেমের ভাব মথুরা নগর।
কৃষ্ণ নামটি প্রভাবেতে প্রাণি রাখিব।।
আরে বৃকভানু রাজকুমারী, কৃষ্ণ লাগি ভাবিও না ওগো কিশোরী,
শ্রীকমরআলী কয়, প্যারী ব্রজের মাধব আসিব ।।