কোথা গেল নন্দ ঘোষ হের দেখ আসি।
তব গৃহে উদয় হৈয়াছে কত শশী।।
এতেক দিবসে জন্ম হইল সফল।
মনের আনন্দে দেখ বদন কমল।।
যশোদার পুত্র হৈল পড়ি গেল সাড়া।
মহানন্দে ধায়্যা আল্য যত গোয়াল পাড়া।।
নন্দের মন্দিরে রে গোয়াল আল্য ধায়্যা।
হাতে লড়ি কান্ধে ভার নাচে থৈয়া থৈয়া।।
সভে বোলে নন্দ ঘোষ বড় ভাগ্য তোর।
তব গৃহে নাহি আজি আনন্দের ওর।।
নাচয়ে হরিষে নন্দ পুত্র-মুখ চায়্যা।
চৌদিগে গোয়ালা নাচে কর-তালী দিয়া।।
স্বর্গে নাচে দেবগণ পাতালে নাচে ফণী।
অন্তঃপুরে রাণী নাচে পায়্যা নীল-মণি।।
শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র।
গোকুলের গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ।।
দধি হরিদ্রা আনে আর গোরোচনা।
দু-বাহু পসারি আসে আহীরী-অঙ্গনা।।
যদুনাথ দাসে বোলে শুন নন্দ-রাণী।
কত পুণ্য-ফলে তুমি পাইলা নীল-মণি।।