(মান) কয়লি তো কয়লি কলহে কাহে রোয়সি
বৈঠি বিরম তুহুঁ ভবনে।
সো কাঁহা ধায়ব আপহিঁ আয়ব
পুনহি লোটায়ব চরণে।।
সুন্দরি বচনে করবি আশোয়াস।
সজল-নয়নে হরি পন্থ নেহারই
চিত্রা কহল মঝু পাশ।।ধ্রু।।
বেণু ধেনু তেজি সকল সখাগণ
পরিহরি নিপ-মুলে বসই।
রাই রাই করি শিরে কর হানই
তুয়া নাম ধরই নিশসই।।
তুয়া লাগি মঝু ঘরে কত বেরি আওব
মোহে সাধব যব নাথ।
চন্দ্রশেখরে কহে তব তুহুঁ বঞ্চবি
আপন কান্তক সাথ।।