খিতি রেনু গন জদি গগনক তারা।।
দুই কর সিচি জদি সিন্ধুক ধারা।।
পুরুব ভানু জদি পছিম উদীত।।
তইঅও বিপরিত নহ সুজন পিরীত।।
মাধব কি কহব আন।
ককর উপমা দিঅ পিরীত সমান।।
অচল চলএ জদি চিত্র কহ বাত।
কমল ফুটএ জদি গিরিবর মাথ।।
দাবানল সিতল হিমগিরি তাপ।
চান্দ জদি বিসধর সুধা ধর সাপ।।
ভনই বিদ্যাপতি সিবসিংঘ রায়।
অনুগত জন ছাড়ি নহি উজিয়ায়।।