খেণে ধনি রোই রোই খিতি লূঠত
খেণে গিরত রথ আগে।
খেণে ধনি সজল নয়নে হেরি হরিমুখ
মানই করম অভাগে।।
দেখ দেখে প্রেমক রীত।
করুণা সাগরে বিরহ বিয়াধিনি
ডুবায়ল সবজন-চীত।।
খেণে ধনি দশনহি তৃণ ধরি কাতরে
পড়লহিঁ রথ সমূখে।
শিবরাম দাস ভাষ নাহি ফূরয়ে
ভেল সকল মনোদূখে।।