খেনে তিরিভঙ্গ অঙ্গ নিজ হেরত
খেনে রমণীগণ অঙ্গ হি অঙ্গ।
খেনে চুম্বত খেনে চলত মনোহর
উপজায়ত কত মদনতরঙ্গ।।
নিকুঞ্জে নয়ল কিশোর।
রাধাবদন সুধাকর সুন্দর
চন্দ্রাবলী মুখচন্দ্রচকোর।।ধ্রু।।
শ্যাম নটেন্দ্রকোটি ইন্দু সুশীতল
ব্রজরমণী সনে সঙ্গীত গায়।
ঈষৎ হাস সম্ভাষই ঘন ঘন
লীলা লহু লহু গীম দোলায়।।
উহ রসময়ী ইহ রসিক শিরোমণি
নয়নে নয়নে কত করত আনন্দ।
জ্ঞানদাস কহে দুহুঁ তনু ভিনু নহে
অপরূপ ঐছন পিরীতি নিবন্ধ।।