খেলাএ জাদব লবনি মাগএ
মাএর পানেতে চায়্যা।
“দেহ দেহ” — বলে অতি কুতু(হলে)
* * * * দেন রায়্যা।।
“আর দেস নুনি, জসদা জননি,
কি কর মথন বেরি।
দেহ নুনি সর ভরি দুটি কর
খাইয়ে * * * * * ।।”
* থন করিয়া দণ্ড পাএ ঠেলি ভাঙ্গে ভাণ্ড
দুগ্ধ গড়ি জায় চারূপাসে।
“একি একি” বলি রানি “কি কাজ করি * * *”
* * * * বলি রানি হাসে।।
পুন নিল জাদু কোলে বদন চুম্বন করে
কর ভরি দিল সর নুনি।
“জাকু দুগ্ধ ভা * * * * * ই লইঞা মরি
এখানে খেলহ জাদুমনি।।”
পুন সে খেলাএ জাদু মদন-মোহন বিধু
রানি করে মথন * * * ।
* * ক সময় কালে হরি হাসি কুতুহলে
মায়ের সমুখে চলে ভাল।।
গিয়া নন্দরানি কাছে গোপাল হর * * *
আগে চলি হামাগুড়ি দিয়া।
করেতে মৃত্তিকা ধরি হরসে ভক্ষন করি
জাদব মাএর পানে চায়্যা।।
* * * দেখিতে পাএ গোপাল মৃত্তিকা খাএ
“একি একি” বলে নন্দরানি।
মুথাইল মুখ-সসি জাদুর নিকটে বসি
চণ্ডিদাস ইহ কথা জানি।।