গউর রে, তুমি ভাসাইলায় সাগরে
মিছা দোষী কলঙ্কিনী বানাইছ আমারে। দয়াল গউর রে।।
গউর রে, হাটে যাও; বাজারে যাও কিনিয়া আনবায় কি।
আমার লাগি কিনিয়া আনিয়ো রউয়ের মুড়ি। দয়াল গউর রে।।
মাও মইলা, বাপ মইলা, মইলা সোদর ভাই,
একাকিনী রইলাম আল্লা না দেখি’ উপায়। দয়াল গউর রে।।
আট-আঙ্গুলা কোদালখানি ষোল্ল আঙ্গুলা ডাঁটি;
এরে দিয়া খুঁড়ইন বন্দায় নিজ ঘরের মাটি। দয়াল গউর রে।।
ফকির আবজলে বলে, শুনো রে কালিয়া।
নিভি ছিল মনেরই আগুইন কে দিল জ্বালাইয়া। দয়াল গউর রে।।