গগনহি এক চাঁদ নাহি দোসর
ধরু তাহে কালিম চিন।
অরুণ কিরণে পুন লাজে মলিন তনু
বেকত না হোয়ত দিন।।
মাধব অপরূপ তোহারি বিলাস।
তুয়া উর অম্বরে চাঁদঘটা অব
দিনহিঁ হোয়ত পরকাশ।।ধ্রু।।
বিহিক শকতি জিতি কোন কলাবতী
অরুণ ঘটায়ল তায়।
তছু সেবন বিনু প্রাতরি তোহে পুন
অনত গমন না জুয়ায়।।
জানলুঁ কতয়ে কয়লুঁ হাম বহু পুণ
যব তুহুঁ অবহুঁ না যাব।
কহ ঘনশ্যাম দাসনহ কৈছনে
ঐছন দরশন পাব।।