“গগনে দারুণ নিশি।
প্রভাত হইল হেন বাসি।।
নিশি তোরে করিয়ে মিনতি।
ঐছন থাকয়ে তুমি নিতি।।
প্রভাত না হও তমি চাঁদ।।
বেকত-রহিত গতি চাঁদ ।”
কেহ বলে–“শুন ধনী রাই।
উপায় করিতে আছে তাই ।।
আঁচলে ঢাকিব নিশি-চাঁদে।
যেন মতে অন্ধকার বাঁধে।।”
কেহ বলে–“হব রাহু বাসি।।
চাঁদে যেন থাকিয়ে গরাসি।।
যেমনে নহত পরভাতে।
তবে রহে প্রভু জগন্নাথে।।”
কেহ বল–“হব জিঠি বাধা।
অমঙ্গল উচারু সমাধা।।”
কেহ বলে –“হইব শৃগালী।
দক্ষিণে চলিয়া যাব ভালি।।”
কেহ বলে–“সমুখে যোগিনী।
বাধা মানি রহে গুণমণি।।”
কেহ–“হব বজর কুলিশে ।
বধির অক্রূর করে জিসে।।
তবে সে রহেন গুণমণি।”
চণ্ডীদাস কহে কিছু বাণী।।