গগনে ভরল নব বারিদ হে
বরখা নব নব ভেল।
ঝর ঝর বাদর ডাকে ডাহুকী সব
শবদে পরাণ হরি নেল।।
চাতক চকিত নিকট ঘন ডাকই
মনদবিজয়ী পিকরাব।
মাস আষাঢ় গাঢ় বিরহ বড়
বরখা কেমনে গোঁয়াব।।
সরসিজ বিনু সর শোভা না পাবই
কমল না শোভে অলিহীনা।
হাম কমলিনী কান্ত দেশান্তর
কত না সহব দুখ দীন।।
সঞ্চরু সঘন সৌদামিনী জনু
বিন্ধয়ে শর খরধার।
মাস শাঙনে আশ নাহি জীবনে
বরিখয়ে জল অনিবার।।
নিশি আন্ধিয়ার অরাপ ঘোরতর
ডাহুকি ডহ ডহ ভাখ।
বিরহিণীহৃদয়- বিদারণ ঘন ঘন
শিখয়ে শিখগিুনী ডাক।।
উনমিত শকতি আরোপয়ে কাম নিতি
জনু শব-সাধন লাগি।
ভাদর দর দর অন্তর দোলন
মন্দির একলি অভাগী।।
উলসিত কুন্দ কুমুদ পরকাশিত
নিরমল শশধর কাঁতি।
ঘরে ঘরে নগরে নগরে সব রঙ্গণী
নাহি জানে ইহ দিনরাতি।।
চির-পরবাসি যতহুঁ পরদেশী
সব পুন নিজ ঘরে গেল।
মাস আশিন খীণ ভেল কলেবর
জ্ঞান কহে দুখ কোন দেল।।