গরজয়ে গগনে সঘনে ঘন ঘোর।
ঐছে সময়ে চলু নন্দকিশোর।।
পন্থ বিপথ কছু লখই না পারি।
দামিনি চমকে চলয়ে অনুসারি।।
পাওল সঙ্কেত কুঞ্জক মাঝ।
জানল রাই আয়ল যুবরাজ।।
কুঞ্জমন্দিরে ধনি দেওল কপাট।
কানু না জানল ঐছন নাট।।
অন্তরে ভাবয়ে শ্যাম শরীর।
আজু দূরদিনে ধনি না ভেল বাহীর।।
আয়লুঁ বিফল ভেল মনসাধ।
আকুল নাগর করই বিষাদ।।
রোই রোই পরশল দ্বারে কপাট।
কো ইহ মুন্দল কুঞ্জক বাট।।
শুনি ধনি হৃদয় দরবিত হোয়।
কহতহি কোন দ্বার মাহা রোয়।।
তবহিঁ জানল বর নাগর কান।
অব ঘনশ্যাম কহয়ে পরমাণ।।