গায়ে রাঙ্গা মাটি কটিতটে ধটী
মাথায় শোভিত চূড়া।
চরণে নূপুর বাজে সবাকার
গলে গুঞ্জ-মালা বেড়া।।
সবাকার কুচ হইয়াছে উচ
এ বড় বিষম জ্বালা।
কমলের ফুল গাঁথি শতদল
সবাই গাঁথিল মালা।।
ঠারে ঠারে চূড়া গলে দিল মালা
নাসিয়ে পড়েছে বুকে।
ফুলের চাপানে কুচ ঢাকা গেল
চলিল পরম সুখে।।
কেহ পীত ধটী কেহ লয়ে লাঠী
গর্জ্জন শবদে ধায়।
চণ্ডীদাস ভণে– গহন কাননে
শ্যাম ভেটিবারে যায়।।