গুণিত গোপত পীরিতি * * *
গাইতে তোমার গুণে।
গুমরি গুমরি শুনিতে শুনিতে
পঞ্জর জারিল ঘুণে।।
গরবিত গুরু গঞ্জনা যে দিল
গৌরব গরিমা পণা।
গাখানি গরজি গরজি জারল
গুরু পরিবারপণা।।
গোকুলে গোপের গরিমা যতেক
গেল সে গাই সে গুণে।
গোপবালাগণ যত সখাগণ
তা সব পাসর কেনে।।
গোধন লইয়া গভীর কাননে
গো চার করিবে কে।
গোকুল হইয়া গোধন লইয়া
গাইয়া জুড়াব সে।।
গৌরী আরাধিয়া গোবিন্দ পাইয়া
গোপিনী-রসের লেহ।
গোপত পীরিতি গাইতে গাইতে
কালিয়া হইল সেহ।।
গৃহে যত কাজ গহন সমান
গরল সদৃশ ভেল।
গোধন দোহন গহন কানন
গোরস বাধক দিল।।
গোপীগণ যত মথুরা গমন
মাথায় পসরা গোরী।
গাইতে গাইতে সে গুণ-মাধুরী
চণ্ডীদাস কহে ভালি।।