গোকুল তেজল নাকি কান।
মাথুর করল পয়ান।।
এ সখি জানল নিদান।
সব জনে হরল পরাণ।।
যব আসি পশিল অক্রূর।
তবহি পড়ল মতি দূর।।
জাকর আশ প্রয়াসে।
সে জন হৈল নৈরাশে।।
কো এত করল বিঘিনি।
সে হউ ইহ পাতকিনী।।
জর জর অন্তর জারি।
কো কহে মরম হামারি।।
কুঞ্জ নিকুঞ্জ ভেল শূন্য।
গৃহ যেন হইল অরণ্য।।
পুরবাসী নয়নে না দেখি।
বারি সঘন দো আঁখি।।
ইহ বড় দঘধন ভেল।
প্রাণ তাহা সঙ্গে চলি গেল।।
চণ্ডীদাস পড়িয়া বেথিত।
ক্ষেণেক ধৈরজ ধরি চিত।।