“গোকুল-নগরে ফিরি ঘরে ঘরে
বেড়াই চিকিৎসা করি।
যে রোগ যাহার দেখি একবার
ভাল যে করিতে পারি।।
শিরে শিরশূল পিরিতে বাউল
জ্বর জ্বালা যে রোগীর ।
আঁখি নাহি মেলে অন্তরে যে জ্বলে
তাহারে পিয়াই নীর।।
কে বলয়ে কান্ত ধন্বন্তরি ।
নাহি জানে বিধি হেন মহৌষধি
পিয়াইলে যায় জ্বরি।। ধ্রু।।
একজন তথা শুনিয়া সে কথা
কহিল রাধার কাছে।–
“ঔষধি খাও ভাল যে হও
বট দিও তবে পাছে।।”
পরের মুখে শুনিয়া সুখে
হরষিত হৈল মন।
বলে যে–“যাইয়া আনহ ডাকিয়া
দেখি সে কেমন জন।।”
এ কথা শুনিয়া বাহির হইয়া
বলে সেই সখী ধাই।
“আমাদের ঘরে রোগী আছে জ্বরে
দেখ একবার যাই।।”
শুনিয়া নাগরে ভাসিলা সাগরে
আপন মনেতে খুসি।
“এই বাড়ী হৈতে আসি যে তুরিতে
এখানে থাকহ বসি।।”
সাজ যে সাজিতে চলিলা তুরিতে
বেজার হইয়া মনে।
চণ্ডীদাসে কয় ধাতুজ্ঞান হয়
তবে সে চিকিৎসা জানে।।