গোকুল-নগরে পুত্রৎসব করি
ভাবে নন্দঘোস রাঅ।
রাজার মেলানি করিতে ঘোসের
মনে হইল অভিপ্রাঅ।।
দধি দুগ্ধ জত শকটে পুরিত
আজবাজ কর লআ।
সাজিল আনন্দে মনের সানন্দে
অতি হরসিত হআ।
গিআ রাজদ্বারে দুআরি গোচরে
মেলিআ কংসের ঠাম।
দধি দুগ্ধ ঘৃত দিআ নিজজিত
কহে সব পরিণাম।।
কহেন কংসেরে– “শুন, নৃপবরে,
একটি ছায়াল হল।
তথির কারণে তোমারে মেলানি
রাজকর আনি দিল।।”
“ভাল, ভাল” বলে রাজা কংসাসুর
“আনন্দ শুনিল বড়।
ভাল হইল, পুত্র হইল বৃদ্ধকালে
শুনিল শ্রবণে দড়।।”
বিদায় হইআ নড়ি নন্দঘোস
মিলি বসুদেব-ঘরে।
কোলাকলি করি আনন্দ হইল,
পরম পিরিতি সুরে।।
দুজনে কহেন সরস বচন
অন্য উপদেশ বাণি।
চণ্ডিদাস বলে দোঁহার মিলনে
কত সুখ হইল জানি।।