গোধন সঙ্গে রঙ্গে ব্রজবালক
গোঠ বিজই নটরাজ।
জয় জয় নাদ করত সব কুলবতি
পরিহরি কুলভয় লাজ।।
সজনী মঝু মনে লাগই সাধ।
করে ধরি কান আনি নিজ মন্দিরে
গোঠ-গমন করি বাদ।।
ব্রজপতি-দম্পতি বড়ই কঠিন-মতি
গোকুল গোপ গোয়াঁর।
কাননে চলইতে অনুমতি দেওল
কে জানে কেমন মন তার।।
কোমল পদতল কুচপর ধরইতে
পদবেদন-ভয় মানি।
সো পুন কাননে কৈছনে ধাওব
দীনবন্ধু কহ জানি।।