গোধূলি-ধূসর শ্যাম কলেবর
আতপে ঘাম্যাছে মুখ।
বনে হারাইঞা কান্দিঞা কান্দিঞা
পাঞাছ অনেক দুখ।।
কানাই না কয়্য মায়ের কাছে।
শুনি যশোমতী তোরে নিতি নিতি
বনে না পাঠাএ পাছে।।
ধবলীর সনে ধাইতে গহনে
চরণে লাগিল বেথা।
মরিবে জননী বল যদি তুমি
এ সব দুখের কথা।।
ঘরে গেলে রাণী বনের কাহিনী
সুধাইবে বারে বারে।
দীনবন্ধু ভণে মনের ভরমে
দুঃখ না কহিয় তারে।।