গোরারূপ সদাই পড়িছে মোর মনে।
নিরবধি থুইয়া বুকে সে রসে ধাধস সুখে
অনিমিখে দেখহোঁ নয়ানে।।ধ্রু।।
পরিয়া পাটের যোড় বান্ধিয়া চিকুর ওর
তাহে নানা ফুলের সাজনি।
পরিসর হিয়া ঘন লেপিয়াছে চন্দন
দেখি জিউ করিলুঁ নিছনি।।
মৃগমদ চন্দন কর্পূর কুম্‌কুম
মাজিয়া কে দিল ভালে ফোঁটা।
আছুক আনের কাজ মদন মুগধ ভেল
রহল যুবতীকুলে খোঁটা।।
প্রাণ সরবস দেহ অবশ সকল সেহ
না পালটে মোর আঁখি পাপ।
হিয়ায় গৌরাঙ্গ রূপ কেশর লেপিয়া গো
ঘুচাইব যত মনের তাপ।।
কামিনী হইয়া আমি কামনা করিয়ে গো
কাম সায়রে যেন মরি।
গোবিন্দদাসিয়া কয় পরাণ সার্থক হয়
এ দুখ গরল সিন্ধুতরি।।