গোলোক ছাড়িয়া পহু কেনে বা অবনী।
কালা রূপ কেনে হৈল গোরা বরণ খানি।।
হাস বিলাস ছাড়ি কেনে পহু কান্দে।
না জানি ঠেকিল গোরা কার প্রেম ফান্দে।।
খেণে কৃষ্ণ কৃষ্ণ বলি কান্দে ঘনে ঘন।।
খেণে সখি সখি বলি করয়ে রোদন।।
মথুরা মথুরা বলি করে কি বিলাপ।
খেণে বা অক্রূর বলি করে অনুতাপ।
খেণে বলে ছিয়ে ছিয়ে চাঁদ চন্দন।
ধূলায় লোটাঞা কান্দে যত নিজগণ।।
গদাধর কান্দে প্রাণনাথ করি কোলে।
রায় রামানন্দ কান্দে প্রবোধে বিকলে।।
স্বরূপ শ্রীরূপ কান্দে সোঙারি বিলাসা।
না বুঝিযা কান্দি মরু গোবিন্দদাসা।।