গৌরাঙ্গে সন্ন্যাস দিয়া ভারতী কাঁদিলা।
শ্রীকৃষ্ণচৈতন্য নাম নিমাইয়েরে দিলা।।
পহুঁ কহে গুরু মোর পূরাহ মনসাধ।
কৃষ্ণে মতি হউক এই দেও আশীর্ব্বাদ।।
ভারতী কাঁদিয়া বোলে মোর গুরু তুমি।
আশীর্ব্বাদ কি করিব কৃষ্ণ দেখি আমি।।
ভুবন ভুলাও তুমি সব নাটের গুরু।।
রাখিতে লৌকিক মান কহ গুরু গুরু।।
আমার সন্ন্যাস আজি হইল সফল।
বাসু কহে দেখিলাম চরণকমল।।