গৌরা তোর অঁগনা।
বড় অজগুত দেখল তোর অঁগনা।।
একদিস বাঘ সিংঘ করে হুলনা
দোসর বলদ ছৌহ সেহো বৌনা।।
কার্ত্তিক গনপতি দুই চেগনা।
এক চঢ়ৈ মোরপর এক মুস লদনা।।
পৈচ উধার মাগয় গেলোঁ অগনা।
সম্পিতি মঘ দেখল এক ভঁঘোটনা।।
খেতীন পথারী করে ভাগ অপনা।
জগতকে দানী থিকা তীন ভুবনা।।
ভনহি বিদ্যাপতি সুনু উগনা।
দরিদ্র হরন করূ ধৈল সরনা।।