গৌরি আরাধন ছল করি সুন্দরি
মীললি নাগর সঙ্গে।
আগুসরি নাহ রাই-কর ধরি তহিঁ
আনল কৌতুক-রঙ্গে।।
কুণ্ডক তীরে কুঞ্জ অতি শীতল
বহতহি মলয়-সমীর।
কোকিল কুহরত কপোত ফুকারত
চৌদিশে শিখিকুল ফীর।।
রাধা-মাধব কোলি-বিলাস।
দোহেঁ দোহাঁ বদন নেহারি ঘন চুম্বয়ে
কতহুঁ হাস পরিহাস।।ধ্রু।।
চন্দন কুসুম-হার সব সখিগণ
দেয়ত কানুক অঙ্গে।
ঐছন সময়ে কবহু রাধামোহন
হেরব সহচরি সঙ্গে।।