ঘন ঘন নীপ সমীপহি শুনিয়ে
সঙ্কেত-মুরলী-নিসান।
রহি রহি বাম পয়োধর ফুরই
তেঁই বুঝি মিলব কান।।
দেখ সখি!পাপ চতুর্থীকো চাঁদ।
হরি-অভিসার এহি বিলম্বায়ত
পাতি কিরণময় ফাঁদ।।
মনহিঁ মনোরথ চঢ়ল মনোভব
ধৈর ধরন না যাত।
মণিময় হার ভার জনু লাগয়ে
অভরণ দূর করু গাত।।
ধরণী-শয়নে একু মোহে শোহাওত
কুসুম-শয়নে জীউ কাঁপ।
গোবিন্দদাস কহ গহন-প্রেম-গহ
দহনে দেওয়াওই ঝাঁপ।।