চন্দ্রাবলী সনে কুসুম-শয়নে
সুখেতে ছিলেন শ্যাম।
প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হৈয়া
আসিলা রাধার ঠাম।।
গলে পীতবাস করিয়া সাহস
দাঁড়াইল রাইএর আগে।
দেখে ফুলমালা তাম্বূলের ডালা
ফেলিয়াছে রাই রাগে।।
নাগরে না দেখি মানিনী না চান
আছেন আপন কোপে।
ভয়ে সে ভূরুর ভঙ্গিমা দেখিয়া
নাগর তরাসে কাঁপে।।
রোষেতে নাগরী থাকিতে না পারি
নাগরেরে পাড়ে গালি।
চণ্ডীদাস বলে– লম্পটের সনে
কথা কৈলে তবু ভালি ।।