চরণ নখ রমণিরঞ্জন ছান্দ।
ধরণী লোটাওল গোকুলচান্দ।।
রোখ তিমির এত বৈরি কে জান।
রতনক ভৈগেল গৈরিক ভান।।
ঢরকি ঢরকি পড়ু লোচনলোর।
কত রূপে বিনতি কয়ল পহুঁ মোর।।
নারিজনমে হাম না কয়লুঁ ভাগি।
মরণ শরণ ভেল মানকি লাগি।।
লাগল কুদিন কয়লুঁ হাম মান।
অব নাহিঁ নিকশয়ে কঠিন পরাণ।।
কহে কবিরঞ্জন শুন বরনারি।
প্রেম অমিয়ারসে লুবধ মুরারী।।