চলইতে চাহি চরণ নাহি ধাবয়ে
রহিতে নাহিক প্রতিআশ।
আশ নৈরাশ কছুহ নাহি সমুঝিয়ে
অন্তরে উপজে তরাস।।
সজনি বচন না বোলসি আধা।
তুহুঁ রসবতি উহ রসিকশিরোমণি
হঠে রস না করহ বাধা।।ধ্রু।।
প্রেমরতন জনু কনয়া কলস পুন
ভাঙ্গিলে হয়ে নিরমাণ।
মোতিম হার বর শত টুটয়ে
গাঁথিয়ে পুন অনুপাম।।
হরকোপানলে মদন দহন ভেল
তুয়া উরে যুগল মহেশ।
পরিহর মান কানু-মুখ হেরহ
জ্ঞান কহয়ে সবিশেষ।।