চলত নাগর কান।
রাখাল চলিয়া যান।।
কেহ নাচে গুণগানে।
যমুনা সরস মানে।।
উঠিল বেণুর সান।
ধেনু চলে আগুয়ান।।
মুরলী সুস্বর রবে।
পাষাণ হইছে দ্রবে।।
কানুর বাঁশীর গানে।
যমুনা উজান পানে।।
চলি যায় নানা রঙ্গে।
নবীন রাখাল সঙ্গে।।
গোকুল মুখেতে চলে।
হৈ হৈ রব বলে।।