চলিতে না চলে পা কিবা সে হিলন গা
রাজপথে নিতাইর নাট।
সঙ্গের যতেক সঙ্গী তা বড় তা বড় রঙ্গী
অতি অপরূপ রসের হাট।।
এ দেশে এমন কভু না ছিল এতেক দিন
নিতাইচান্দের হেন লীলা।
দীন হীন লোক প্রীত চিত আঁখি উলসিত
কিবা করি রসে ভুলি গেলা।।
শুনিয়া ভাইএর কথা পূরবে বারুণী পীতা
সে সব আভাসে হাস মুখে।
না করে কাহারে ভিন এই সে প্রেমের চিন
দিগবিদিগ নাহি সুখে।।
রাত্রি দিন আন নাই কহিতে লোকের ঠাঞি
আবেশে অবশ হয়্যা পড়ে।
জ্ঞানদাসেতে কয় জগভরি জয় জয়
ভবভয় গেল সব দূরে।।